নড়াইলে অব্যাহত শিক্ষক লাঞ্ছনা, সাম্প্রদায়িক হামলার নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিকর্মী সমাবেশ

অব্যাহত শিক্ষক লাঞ্ছনা, সাম্প্রদায়িক হামলার নির্যাতন নিপীড়নের প্রতিবাদে নড়াইলের উদীচী খুলনা বিভাগীয় কমিটির আয়োজনে নড়াইল পুরাতন বাস টার্মিনালে শেখ রিজেন্সি গেস্ট হাউজের হল রুমে ছাত্র শিক্ষক সংস্কৃতিকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে জাতীয়সংগীত পরিবেশনের মাধ্যমে এই প্রতিবাদ শুরু হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচীর নড়াইল জেলা শাখার সভাপতি ডা. মায়া রানী বিশ^াস। এসময় আলোচনা করেন সাতক্ষীরা জেলার আনিসুর রহিম, যশোর জেলার বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ লিয়াকত আলী, মেহের পুরের সুনীল চক্রবর্তী, চুয়াডাঙ্গার হাবিবি জহির রায়হান, ঝিনাইদহ জেলার প্রভাষক স্বপণ বাগচি, মাগুরা জেলার এ টি এম আনিসুর রহমান, খুলনা জেলার আকবর হোসেন , গোপালগঞ্জের নাজমুল ইসলাম।

আরো পড়ুন :
ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

ছাত্র প্রতিনিধির মধ্যে আলোচক ছিলেন উদীচীর কেন্দ্রীয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন বিপ্লব ,সহ-সভাপতি জামশেদ আনোযার তপণ, নড়াইল জেলার সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বীর মুক্তিযোদ্ধা জাতীয় শ্রমিক নেতা সাইফুজ্জামান বাদশা, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরদার, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটে সাধারণ সম্পাদক শরফুল আলম লিটুসহ খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আগত উদীচীর বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা ।

নড়াইলের লোহাগড়া দিঘলিয়া গ্রামের সাহা পাড়া হামলা ভাংচুর আগুন এর ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনে প্রতিবাদ জানিয়েছে । উদীচীর নেতারা বলেন, আমরা মানুষ এটায় আমাদের পরিচয় । কে কোন ধর্মের অনুসারি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার । বাংলাদেশ আমাদের সবার । তাই দেশের প্রতিটি নাগরিকের সিকিউরিটি দেওয়ার দায়ীত্ব রাষ্ট্রের । আমরা মানুষ এটাই আমাদের সব চেয়ে বড় পরিচয় ।

জুলাই ২৩,২০২২ at ১৫:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি