সিলেটে জুড়ে তাপপ্রবাহ, থাকবে আরও ২ দিন

সিলেটের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘু চাপে পরিণত হয়ে ভারতের উডিষ্য উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্ন ভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আবহওয়াবিধ ধারনা সিলেট জুড়ে আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

জুলাই ১৫,২০২২ at ১৩:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আকারু/রারি