“এমনই বরষা ছিল সেদিন, শিয়রে প্রদ্বীপ ছিল মলিন তবে হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়া” এই স্লোগান কে সামনে রেখে নড়াইলে বর্ষা বরণ উদযাপন হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় নড়াইল বাঁধাঘাট চত্ত্বরে গ্রেভ শিল্পী,বাপ্পী স্মৃতি একাডেমি ও সুর দরিয়া এর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আর,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, বাঁধা ঘাট মন্দিরের সভাপতি অসিম কাপুড়িয়া,সাধারণ সম্পাদক নিলাংশ সরকার নিপু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদুৎ বিহারি নাথ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অন্তরা সূত্রধর,তমালিকা নবনীতা, রিতু বিশ্বাস,সুপ্রিয়া বিশ্বাস, স্বর্ণদ্বীপসহ সংগঠনের শিল্পীরা।
সংগীত শিল্পী প্রতুল হাজরার পরিচালনায় মোঃ মহিউদ্দিন ও পূজা মৈত্রর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।