ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ কাভার্ট ভ্যানের চালক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ কাভার্ট ভ্যানের চালককে গ্রেফতার হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কওে সোমবার বিকাল ৪টায় কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পুলিশ ফুলবাড়ী বাজারে লাকু টেলিকমের সামন থেকে একটি কাভার্ট ভ্যান থামানো সংকেত দিলে কাভার্ট ভ্যানের হেলপাড় দ্রুত পালিয়ে যায়।

এসময় পুলিশ কাভার্ট ভ্যান তল্লাশী চালিয়ে ৩৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চালককে আটক করে। পরে কাভার্ট ভ্যানসহ চালককে থানায় নিয়ে যান পুলিশ। গ্রেফতারকৃত কাভার্ট ভ্যান চালকের বাড়ী জয়পুরহাট সদর উপজেলার চাঁদপুর দক্ষিণ পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে আহানুর ইসলাম (৪২)।

এ ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

জুলাই ০৪,২০২২ at ২০:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বিমি/রারি