প্রাথমিকে নতুন করে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগ

চাকরি পরীক্ষা/ফাইল ছবি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন , সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। বুধবার (২৯ জুন) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞাননির্ভর হয়ে গড়ে ওঠে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ। চলমান ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।

আরও পড়ুন:
শিক্ষক উৎপল হত্যা: মূল অভিযুক্ত জিতুর বাবাকে ৫ দিনের রিমান্ড
গাইবান্ধায় সাংবাদিক লাঞ্ছিতকারী সেই চপলকে আটক করেছে পুলিশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান প্রমুখ।

জুন ২৮,২০২২ at ১৯:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ