পদ্মা সেতুতে ট্রাক উল্টে আহত ৫

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে পাঁচজন আহত হয়েছেন। সেতুর উপর পেঁয়াজ ছড়িয়ে পড়েছে। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:
নড়াইল পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষনা
কাহালুতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

জুন ২৭,২০২২ at ১৭:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ