কোটচাঁদপুরে কৃষকদের মাঝে পেয়াজের বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে আপদকালিন সময় পেয়াজের ঘাটতি মেটাতে উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেয়াজের বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচির আওতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে প্রনোদনার এই বীজ-সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মো. মহাসীন আলী।

আরও পড়ুন:
শার্শা সাব-রেজিস্ট্রী অফিসের কর্মচারী ও দলিল লেখকগনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পদ্মা সেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর জলিল বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি কাজী আলমগীরসহ বিভিন্ন এলাকার সুবিধাভোগী প্রান্তিক কৃষকরা। কৃষি অফিসের তথ্য মতে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় ১’শ জনকে পেয়াজের বীজ-সার ও অন্যান্ন উপকরণসহ নগদ অর্থ প্রদান করা হয়।

জুন ২৭,২০২২ at ১৬:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএর/জআ