কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালন

”মাদককে না বলি’ সুশিল সমাজ গড়ে তুলি” এ স্লোগানে কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ থেকে মাদক বিরোধী এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, শহীদ নুর আলী কলেজের প্রভাষক মাসুদ সাজ্জাদ, এ এন্ড এফ কলেজের প্রভাষক আবুল কালাম, এম ইউ কলেজের প্রভাষক আল মাসুদ
প্রমুখ।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে ইউএনও বলেন, মাদকদ্রব্যের অপব্যাবহার ঠেকাতে সমাজের দ্বায়িত্বশীল ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। সচেনতার অভাবে অনেক সময়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সী যুবকেরা বিপদগামী পথে পা বাড়ায়।

এ সময়ে তারা মাদক আসক্তসহ নানা অসামাজিক কার্ষকলাপে জড়িয়ে পড়ে। তাদেরকে রক্ষায় শিক্ষক সমাাজসহ পরিবার পরিজনদের সার্বক্ষনিক খোজ খবর রাখা উচিত। সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জুন ২৬,২০২২ at ১৬:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বেহো/রারি