নিপীড়নমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাবি শিক্ষকের প্রতীকী অনশন

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং নিপীড়ন ও দখলমুক্ত ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসে চার ঘণ্টার প্রতীকী অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক।

রোববার (২৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে প্রতীকী অনশনে পালন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। এছাড়া তাঁর সঙ্গে সংহতি জানিয়ে অনশনে যোগ দেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব ও মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী।

অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান দেশদর্পণকে জানান, সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনায় শিক্ষক ও অভিভাবক হিসেবে তিনি খুবই লজ্জিত।

আরও পড়ুন:
দু-এক দিনের মধ্যে সুখবর, কমছে ভোজ্যতেলের দাম
ক্ষেতলালে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পাচ্ছে কিন্ডার গার্টেনের শিক্ষার্থী

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, সার্বিকভাবে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হচ্ছে। শিক্ষার্থীরা টাকার বিনিময়ে অবৈধভাবে আবাসিক হলে সিট পাচ্ছে এবং অনেক আবাসিক ছাত্রকে তাদের বৈধ আসন ছাড়তে বাধ্য করা হচ্ছে। হল দখল, সিট ব্যবসা, ক্যাম্পাসে নৈরাজ্যের মতো ঘটনা সভ্য সমাজে হতে পারে না।’

সার্বিক পরিস্থিতির উন্নতি না হলে আমরণ অনশনে যাওয়ার হুমকিও দেন তিনি। তিনি বলেন, ‘শামসুজ্জোহা যদি শিক্ষার্থীদের জন্য জীবন দিতে পারেন, আমিও তা করতে প্রস্তুত।’

সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী বলেন, ‘যখন যে সরকার ক্ষমতায় এসেছে তারাই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রভাব বিস্তার করেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। ছাত্র, শিক্ষক এবং প্রশাসনের অবশ্যই স্বাধীনভাবে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।’

জুন ২৬,২০২২ at ১৬:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/জআ