নড়াইলে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে অবহিত করণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ী, নড়াইলের আয়োজনে “ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইলের উপ –পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, এন,এস, আই এর উপ-পরিচালক, মো. মিজানুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, সরকারী কর্মকর্তা, জেলা উপজেলা কৃষি কর্মকর্তাগণ, গনমাধ্যমকর্মি, কৃষক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ৫০ জন এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : অর্জন অনেক আছে ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কর্মশালায় মূল প্রকল্প উপস্থাপন করেন “ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ূ পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ ফজলুল হক মনি।

নড়াইলসহ খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তনে ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ ফসলের বৈচিত্রয়ন করাসহ এই প্রযুক্তির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জুন ২৩,২০২২ at ১৫:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শস/জআ