৬৯টি সন্তানকে জন্ম দিয়েছেন এই মহিলা !

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার খবর কেবল একটি ক্লিকে পেয়ে যাচ্ছেন সকলে ৷ বর্তমানে কাজের পাশাপাশি দিনের বেশিরভাগ সময় মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে থাকে ৷ সমস্ত ধরনের খবর এখন রয়েছে হাতের মুঠোয় ৷

সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই একটি ক্লিকে যে কোনও খবর শেয়ার করা যেতে পারে ৷ ফলে যে কোনও খবর বা ঘটনা আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ৷ দেখা গিয়েছে অনেক সময়ই ভুল খবরও ছড়িয়ে পড়তে থাকে ৷ এর জেরে এখন এই সাইটগুলির তথ্য ক্রস চেক করা হয়ে থাকে যাতে ভুয়ো তথ্য মানুষের কাছে না পৌঁছয় ৷

সম্প্রতি ফেসবুকে একটি ছবি খুবই ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলা ও এক ব্যক্তিকে প্রচুর বাচ্চার সঙ্গে দেখা গিয়েছে ৷ ছবিতে বলা হয় যে এটা একজন রুশ মহিলা যিনি তাঁর জীবনে মোট ৬৯ জন সন্তানের জন্ম দিয়েছে ৷

এর মধ্যে ১৬ জুন যমজ, ৭ বার একসঙ্গে তিনজন ও ৪ বার একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন ৷ পাশাপাশি বলা হয় যে এই রুশ মহিলা সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার রেকর্ড করেছেন ৷ কিন্তু এই তথ্য যাচাই করতে গিয়ে জানা যায় এই নামে কোনও রেকর্ড নেই ৷

সত্যতা যাচাই করার জন্য গুগল রিভার্স ইমেজের ব্যাবহার করা হয় ৷ ছবিটা ১৯০৪ সালের ৷ ছবিতে থাকা ব্যক্তির নাম জোসেফ এফ স্মিথ ৷ ছবিতে রয়েছে ওনার একাধিক স্ত্রী ও সন্তান ৷ ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেক সাইটের তরফে জানানো হয়েছে ৬৯টি সন্তান জন্ম দেওয়ার খবরটি ভুয়ো ৷ এর কোনও সত্যতা নেই ৷

ইমেজে বলা হয় যে মহিলাটির নাম মিসেস ভাসিয়েভা ৷ কিন্তু এই নামের কোনও মহিলার রেকর্ড পাওয়া যায়নি ৷

জুন ২০,২০২২ at ২১:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রাস/রারি