বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের ৪ তলায় আগুন লেগেছে। সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:
ঈদে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
বুধবার প্রধানমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের মতিঝিল টহল ইউনিট আগুন দেখে সংবাদ জানায় ও তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মোট ৪টি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, ৪র্থ তলার ওষুধের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

জুন ২০,২০২২ at ::০০ (GMT+06)
দেশদর্পণ/আক//জআ