ক্ষেতলালে জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানে সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে “ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান, সমস্যা চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুন) বিকাল ৪ টায় উপজেলা সমাজসেবা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবার উপপরিচালক ইমাম হাসিম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সালেকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননাহার গুন্না, স্থানীয় এনজিও এসোর প্রকল্প সমন্বয়কারী শাহরিয়ার, সাংবাদিক আজিজুল হক ও আখতারুজ্জামান তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা ইমরানা হক, উপজেলা আইসিটি প্রোগ্রামার খাযরুইয়ার রহমান প্রমুখ।

জুন ১৯,২০২২ at ২০:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাইশা/রারি