ঘোড়াঘাটে কৃষি আবহাওয়া বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২১- ২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক দিন ব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত রোভিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ভূট্টু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. খালেদুর রহমান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. এখলাস হোসন সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার বিপ্লব কুমার দে প্রমুখ। সেমিনারঠি পরিচালনা করেন, উপজলো কৃষি সম্পসারণ অধিদপ্তর অফিসার মো. রুহুল আমিন। সেমিনারে ৫০ জন কৃষি খামারী ও কৃষক-কৃষানী অংশ গ্রহণ করে।

জুন ১৪,২০২২ at ১৮:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/রারি