জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাখড়া এলাকায় আন্তর্জাতিক  শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
রোববার (১২ জুন) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এ দিবসটি পালন করে।
জানা গেছে, গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি জিন্দারপুর ইউনিয়নে শিশু, যুব ও নারী উন্নয়নে ১২ বৎসর ধরে কাজ করে আসছে। সেই সাথে শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন ও তাদের চিকিৎসা সেবাও প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ সংস্থার ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার।
এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন  জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ও সংস্থার সহকারী ম্যানেজার জাহিদুল ইসলাম।
অনুষ্টানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহন করে।

জুন ১২,২০২২ at ১৯:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সই/জাআ