কোটচাঁদপুরে তথ্য কেন্দ্রের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, তথ্য কেন্দ্রের কার্যক্রম অর্থনৈতিক অগ্রগতিতে নারীর ভূমিকা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে করণীয় এবং ‘তথ্য আপা’ প্রকল্পের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের রাইয়ান জৈব কৃষি প্রকল্পে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর বিশেষ এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান। শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, থানার অফিসাার ইনচার্জ মঈন উদ্দিন, দোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা তথ্য সেবা সহকারি মমতাজ খাতুন, শারমিন আক্তার, সাংবাদিক মঈন উদ্দিন, সুব্রত সরকার, অফিস সহায়ক আফসানা খাতুনসহ তথ্য কেন্দ্রের সুবিধাভোগী গ্রামীণ প্রান্তিক নারীরা।

জুন ০৮,২০২২ at ২১:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি