আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁর আত্রাই উপজেলার রেলস্টেশন ও রেজিস্ট্রি অফিস এলাকায় ৪টি দোকানে ১৮ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুন) দুপুর ১২টার সময় এসব জরিমানা আদায় করেন বাংলাদেশ রেলওয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মো. নুরুজ্জামান।

উচ্ছেদ অভিযানে উপজেলার রেলস্টেশন ও রেজিস্ট্রি অফিস এলাকায় বিভিন্ন অবৈধভাবে স্থাপনা করায় রিয়া ইলেকট্রনিকে ৫ হাজার, আদর্শ জুয়েলার্সে ৫ হাজার, সীমা কসমেটিকসে ৫ হাজার, জয় মিষ্টি ভান্ডারে ৩ হাজার।

আরো পড়ুন :
ভাঙ্গুড়ায় অবৈধ খাদ্য মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
লুঙ্গি পরা গ্রাহককেও ‘স্যার’ ডাকতে হবে: হাইকোর্ট

বাংলাদেশ রেলওয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মো. নুরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. অনিক ইসলাম, সান্তাহার রেলওয়ে আর এন বি কর্মকর্তা মো. নূর‌এ নবী, সান্তাহার কানঙ্গো মো. মহাসিন, আত্রাই থানা এস আই নূরুল আমিন, এস আই চাঁদ আলী সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জুন ০৬,২০২২ at ১৭:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কার/রারি