সীতাকুণ্ড ট্রাজেডি: যশোরের ছয়জনসহ পরিচয় মিলেছে ১৪ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে এ পর্যন্ত মোট ৪৯ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে যশোরের ছয়জনসহ ১৪ জনের পরিচয় মিলেছে। অন্যান্যদের মধ্যে কয়েকজনের পরিবার-স্বজনরা হাসপাতালে আসেনি। আবার অধিকাংশই পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় মরদেহ শনাক্ত করার মত নয়। ফলে এখনো ২৭ জনের পরিচয় মেলেনি।

আরো পড়ুন:
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, খতিয়ে দেখা হবে : তথ্যমন্ত্রী
২০২২ ও ২৩ সালে হবে না জেএসসি পরীক্ষা

যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- যশোরের ইব্রাহীম হোসেন, রানা মিয়া, নিপুন চাকমা, শাকিল, আফজাল হোসেন, নয়ন, কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মী মনিরুজ্জামান, ভোলা দক্ষিণ বালিয়ারার হাবিবুর রহমান, বাঁশখালীর রবিউল আলম, মুমিনুল হক, মহিউদ্দিন, তোফায়েল আহমেদ, নোয়াখালীর চাটখিলের আলাউদ্দিন, সুমন।

জুন ০৫,২০২২ at ২০:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সআ/জাআ