প্রথমে আগুন পরে বিস্ফোরণ : সিভিল সার্জন

প্রথমে আগুন, পরে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী। বিএম টার্মিনাল দুর্ঘটনায় হতাহতদের দেখতে গত রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি।

এ সময় হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সিভিল সার্জন বলেন, বিএম টার্মিনালে একটি কন্টেনারে আগুন লাগে। ফায়ার সার্ভিসও নিয়ন্ত্রণে কাজ করছিল। ওই সময়ে কন্টেনারটা বিস্ফোরণ হয়। এতে ফায়ার সার্ভিসের লোকজন যারা আগুন নেভাতে কাজ করছিল তারাও হতাহত হন। বিশ্বস্ত সূত্রে ওটা জানতে পেরে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্র সমস্ত কিছু প্রস্তুত রেখেছিলাম। কিন্তু ওখানে কোনো রোগী যায়নি। সবাই মেডিকেল চলে আসে। সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রের অ্যম্বুলেন্সও কিন্তু রোগী মেডিকেলে নিয়ে আসে।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেলের প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। ইর্মাজেন্সি এবং আশেপাশের যেসব ডাক্তার ছিলেন সবাইকে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয়। মেডিকেল প্রশাসন রক্ত দেয়ার জন্য লোক এবং স্টাফদের দ্রুত যোগাড় করেন। রেডক্রিসেন্টসহ অন্যান্য সেবা সংস্থা এবং স্থানীয় প্রশাসনও ছুটে আসে। আশা করি সবাই মিলে আমরা মোকাবেলা করতে পারব।

জুন ০৫,২০২২ at ০৬:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দআ/রারি