আবারও বাড়ছে গ্যাসের দাম

আবাসিক ও শিল্পসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল রবিবার গ্যাসের নতুন দাম ঘোষণা দেয়া হবে। শনিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

বিইআরসি সূত্রে জানা যায়, গড়ে প্রায় ১৮ শতাংশের মতো দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে। আবাসিক দুই চুলার গ্রাহকদের ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকার মতো হতে পারে।

গ্যাসের দাম বাড়ার যুক্তি হিসেবে পেট্রোবাংলা বলেছে, বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে গেছে। স্পট মার্কেট থেকে চড়া দরে তা আমদানি করতে হচ্ছে।

জুন ০৪,২০২২ at ২২:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/রারি