কাঁঠাল বাড়িতে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব

পদ্মা সেতু । ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর উদ্বোধন উৎসব মাদারীপুরের শিবচরের কাঁঠাল বাড়িতে হবে । এতে ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধনের দিন শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কঠোর নিরাপত্তার পাশাপাশি সিসি টিভির ফুটেজের আওতায় থাকবে।

বৃহস্পতিবার (২ জুন) সকালে সমাবেশস্থল পরিদর্শন করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সমাবেশ স্থল ঘুরে সাংবাদিকদের এ সব তথ্য জানান তিনি।

আরো পড়ুন:
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, এডিট করা যাবে পাঠানো মেসেজ
বাবা ভ্যানচালক, মা চা বিক্রেতা, ফুটবল প্রশিক্ষণে মেয়ে যাচ্ছে পর্তুগাল

নাছিম বলেন, শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অন্তত উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ মানুষের বেশি সমাগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারনেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। দক্ষিণাঞ্চল বাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এই স্বপ্নপূরণে কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। উদ্বোধনের দিন সারা দেশের মানুষ উৎসবে অংশ নিবে। কেউ সমাবেশ স্থলে এসে, আবার কেউ টেলিভিশনের মাধ্যমে। আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবে মেতে উঠবে।

জুন ০২,২০২২ at ১৫:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জাআ