রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ছবি : প্রতিকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন একটি একাডেমিক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (৩১মে) বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাগর (২২)। তিনি নেত্রকোনা সদর উপজেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় ওয়েল্ডিং-এর তার মাটিতে ছিল। তখন তারের উপর দিয়ে সাগর একটা রড টেনে নিয়ে যাচ্ছিল। সেসময় রডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে জায়গায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ আমরা তাকে নিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। ভিসি স্যারকে এ‌ ব্যাপারে জানিয়েছি‌। প্রকৌশল দপ্তরের সাথে কথা বলে, অতি সত্বর আমরা এ ব্যাপারে জরুরি ব্যবস্থা নিব।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

মে ৩১,২০২২ at ২০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি