চিতলমারীতে রাজমিস্ত্রিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

বাগেরহাটের চিতলমারীতে রাজমিস্ত্রিদের দক্ষতা উন্নয়নে কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা।

বাগেরহাটের চিতলমারীতে রাজমিস্ত্রিদের (নির্মান শ্রমিক) অবকাঠামো নির্মান বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, জাইকার (উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান কো-অপারেশন এজেন্সী) উপজেলা উন্নয়ন সহায়ক মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন উপ-সহকারি প্রকৌশলী মো. রাশেদুজ্জামান খান।

মে ৩০,২০২২ at ১৬:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএসসা/রারি