টঙ্গী আরবান প্রোগ্রাম এর উদ্যোগে শিশুশ্রম বন্ধ বিষয়ক গণসচেতনতামূলক সভা

গাজীপুরে টঙ্গী আরবান প্রোগ্রাম ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ২৪শে মে দত্তপাড়া সাদিয়া কমিউনিটি সেন্টারে শিশুশ্রম বন্ধ বিষয়ক গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার শ্রাবন্তি এর সঞ্চালনা ও টঙ্গী আরবান প্রোগ্রাম ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর জনি রোজারিও এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. আনোয়ারুল করিম, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, শিল্প সম্পর্ক শিক্ষায়তন, লাইব্রেরিয়ান বেলায়েত হোসাইন, ওয়ার্ল্ড ভিশন এ দায়িত্বরত কর্মকর্তা লরেন্স ফলিয়া, জসিম উদ্দিন, বনি হালদার, স্বপন কুমার গাইন, রিপা চাকমা, শ্রাবন্তি প্রমুখ।

এস.এম. আনোয়ারুল করিম বলেন, আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বাংলাদেশে তাদের ৫০ বছর পুর্তি সফল ভাবে পালন করছে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। বর্তমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরি, বাংলার নবদ্বিগন্তের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সম্মানজনক আসনে নিয়ে যাবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

উদ্দেশ্য একটাই সেটা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপ দেয়া, আর এ অগ্রযাত্রায় ওয়ার্ল্ড ভিশন এর মতো কার্যকরী বড় সংগঠন ৫০ বছর যাবৎ সেবা দিয়ে যাচ্ছেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী এলাকায় তারা বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি হাতে নিয়েছে যাতে এলাকার অনেক শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েরা ব্যাপক ভাবে উপকৃত হবে। শিশুদের সার্বিক উন্নয়নে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।

মে ২৩,২০২২ at ১৬:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেরাহা/রারি