ভারতে পাচারকালে অর্ধ কোটি টাকা মূল্যের বিদেশি পাখি উদ্ধার, দুইজনের জেল-জরিমানা

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি ম্যাকাও ও ৭০টি কেপ স্টারলিং পাখি জব্দ করেছে পুলিশ। পাচারের সাথে জড়িত বাসারুল শেখ (৩৫) ও ইজিবাইকসহ চালক হাবিবুর রহমানকে (৩০) আটক করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল এর নেতৃত্ব অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালনগর যাত্রী ছাউনীর পাশ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রানী সংরক্ষণ আইনে বাসারুলকে ১ মাসে সশ্রম কারাদণ্ড ও ইজিবাইক চালক হাবিবুরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার।

আরো পড়ুন:
রূপগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী
রাবি শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালনগর যাত্রী ছাউনির কাছ থেকে ৮০ টি বিদেশি পাখিসহ ২ জনকে আটক করা হয়েছে। ওই পাখির বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। তিনি আরও বলেন, আটক দুজনেই মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

মে ১৯,২০২২ at ২০:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাশি