আগ্রাসী ব্যাটিংয়ে লিড নিয়েছে শ্রীলঙ্কা

পঞ্চম দিন দারুণভাবে শুরু করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের রান টপকে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়িয়ে নিচ্ছে তারা।

বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সফরকারীদের স্কোর ৩০ ওভারে ২ উইকেটে ১০৬ রান। তাতে লিড নিয়েছে ৩৮ রানের। প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৪৬৫ রান।

চতুর্থ দিনের ২ উইকেটে ৩৯ রান নিয়ে শেষ দিন শুরু করে শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে তারা পিছিয়ে ছিল ২৯ রানে। পঞ্চম দিন লঙ্কানরা শুরু করে ভিন্ন পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলে রান বাড়িয়ে নেওয়ার দিকে তাদের মনোযোগ।

বিশেষ করে কুশল মেন্ডিস, টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন। সিঙ্গেলসের চেয়ে বাউন্ডারিতে জোর দেন তাতে। তাতে দ্রুতই ১০০ ছাড়ায় শ্রীলঙ্কার স্কোর।

মে ১৯,২০২২ at ১১:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আনি/রারি