১১০ টাকায় সয়াবিন তেল বি‌ক্রির ঘোষণা স্থগিত

ফাইল ছবি

রোববার (১৫ মে) রাত ৯টা ৩৩ মি‌নি‌টে‌ এক বি‌শেষ বিজ্ঞ‌প্তির মাধ্য‌মে টিসিবি জানায় ন্যায্যমূল্যে তেল বিক্রির এ কার্যক্রম স্থ‌গিত ক‌রা হ‌য়ে‌ছে । বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

এর আগে টিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়ােজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এজন্য সারা দেশে সব মহানগরী জেলা ও উপজেলায় ২৫০-৩০০টি খােলা ট্রাকের মাধ্যমে আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে।

ট্রাক থেকে একজন ক্রেতা ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, কিনতে পারবেন। এছাড়া গত মাসের অবশিষ্ট ছােলা ৫০ টাকা কেজি দরে ভােক্তার চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে।

সোমবার থেকে খোলাবাজারে ১১০ টাকা লিটার সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য বিক্রি শুরু করার কথা থাকলেও জুন থেকে এই কার্যক্রম চালু করবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে খোলা বাজারে এই পণ্য বিক্রি স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ বাস্তবায়নের জন্য চলতি মাসের ১৬ থেকে ৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবি ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি দেবে।

মে ১৫,২০২২ at ২২:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢাপ/রারি