শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হতে চলেছেন শরৎ ফনসেকা!

শ্রীলঙ্কায় নতুন সরকার গঠন নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট সঙ্গে বিবাদ চলছে। এ পরিস্থিতিতে দেশের রাজনীতিতে ক্রমবর্ধমান অচলাবস্থা নিরসনে বসে নেই গোটাবায়া রাজাপাকসে। এরই মধ্যে সমগী জনা বালাওয়েগয়ার (এসজেবি) শরৎ ফনসেকাকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন তিনি।

তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রস্তাব পাওয়া গেলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ওপর ফনসেকার প্রধানমন্ত্রিত্ব নির্ভর করছে। কেননা এ মুহূর্তে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। খবর আরব নিউজের।

আরো পড়ুন:
ডেসটিনি এমডি রফিকুল আমিনের ১২ বছর, হারুনের ৪ বছরের সাজা
মাদক মামলায় হাজিরা দিলেন পরীমনি

গত সোমবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। এরপর তিনি শ্রীলঙ্কা ত্যাগ করেন। তবে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, তিনি এখনও নৌঘাঁটিতেই অবস্থান করছেন।

মে ১২,২০২২ at ১৩:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাশি