মাদক মামলায় হাজিরা দিলেন পরীমনি

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরী মণি আদালতে হাজিরা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) ১০টা ১৪ মিনিটে আদালতে হাজিরা দেন পরীমনি। এদিন পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে ২৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এছাড়া পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তবে পরী মণির দুই সহযোগী আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে জানিয়ে সময় চেয়ে আবেদন করেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী।

আরো পড়ুন :
মেয়রের গোডাউন থেকে ৩ হাজার লিটার তেল জব্দ
এবার বাড়ছে পেঁয়াজের দাম

৫ জানুয়ারি আদালত অব্যাহতির আবেদন খারিজ করে আসামি পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। আর সাক্ষ্যগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারী দিন ধার্য করেন। তবে সাক্ষ্যগ্রহণের পরী মণি জ্বর-ঠাণ্ডায় অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় ও কোনো সাক্ষী আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আজকের দিনটি ধার্য করেন।

২০২১ সালের ৪ আগস্ট বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরীমনিসহ তিনজনকে দেশি বিদেশি মদের বোলত ও এলএসডি মাদকসহ আটক করা হয়। এ মামলায় পরী মণির প্রথম দফায় চারদিন, দ্বিতীয় দফায় দুইদিন ও তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। গ্রেপ্তারের ২৬ দিন পর ৩১ আগস্ট পরী মণিকে নারী, শারীরিক অসুস্থতা ও অভিনেত্রী এই তিনটি বিবেচনায় জামিন দেন আদালত। সেসময় থেকে পরিমনিসহ তার দুই সহযোগী জামিনে আছেন।

মে ১২,২০২২ at ১১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আনি/রারি