কাজিপুর পৌরসভার ঝাড়ুদার মদনলাল প্রতিপক্ষের আঘাতে নিহত

কাজিপুর পৌরসভার ঝাড়ুদার মদন লাল (৪৫) তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষ আ. ছালামের ঝাড়ুর আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ মে) সকালে মৃত্যু বরণ করেছেন। এ ঘটনায় আ. ছালামকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। নিহত মদন লাল কাজিপুর সদর ইউপির খুদবান্দি গ্ৰামের মৃত রসিক লালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বেড়িপোটল চরপাড়ার মফিজের ছেলে আ. ছালাম (৩৫) পেশায় ভটভটি চালক। গত বেশ কিছুদিন পূর্বে তার ভটভটির টুল (বসার সিট) কাজিপুর পৌরসভা ভবন চত্বরে রেখে রায়। গত ৮ মে খুঁজে না পেলে পৌর ঝাড়ুদার মদন লালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মদনের হাতে থাকা ঝাড়ু ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করলে মদন গুরুতরভাবে আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়াস্থ শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করলে ১১ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান আ. ছালামকে আটক করা হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মে ১১,২০২২ at ২১:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/রারি