শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের দোকান ভস্মীভূত

বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে মেসার্স চাচা ভাতিজা গদি ঘর ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার চিকাদহে।

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে দোকানের কর্মচারী প্রতিবন্ধী কুটুল বলেন, সকালে দোকান খুললে কিছু সময় পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, মুহুর্তের মধ্যেই দোকানের তুলাতে আগুন ছড়িয়ে পরে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।

এব্যাপারে ফায়ার সার্ভিস শিবগঞ্জ স্টেশনের ইনচার্জ বেনজির বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মে ০৯,২০২২ at ১৪:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সামি/রারি