তাড়াইলে বঙ্গবন্ধু ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বঙ্গবন্ধু ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৬টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলাট মাঠে ‘বাদশা বন্ধু মহল’ এর হাতে ফাইনাল বিজয়ী পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান।

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দুপুর ৩টায় বাদশা বন্ধু মহল ও এসএসসি ২০২১ ব্যাচের মধ্যে বঙ্গবন্ধু ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টটি খেলাটি শুরু হয়। বিকেল ৬টায় বিজয়ী বাদশা বন্ধু মহল এর হাতে ফাইনাল পুরস্কার ফ্রিজ তুলে দেয়া হয়। রানার্সআপ এসএসসি ২০২১ ব্যাচ এর হাতে তুলে দেয়া হয় এলইডি।

আরো পড়ুন:
দেশে ফিরেছেন হাজী সেলিম, আত্মসমর্পণ ১৬ মে!
এসএসপি কর্মকর্তা পরিচয়ে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

বঙ্গবন্ধু ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভুঁইয়া মোতাহার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, তাড়াইল উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক সুলতানুল হাসান খান শহিদ ও স্বেচ্ছাসেবক লীগ তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক আবুল বাশার।

এসময় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ক্রিকেট প্রেমী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মে ০৫,২০২২ at ১৯:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/জআ