সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন আহবান!

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে কেনাকাটা। তবে ইচ্ছা থাকলেও অনেক পরিবারের নতুন পোশাক কেনার আর্থিক স্বচ্ছলতা নেই। আর যাদের সামর্থ্য নেই, তাদের কাছে ঈদ যেন নিরানন্দের বার্তা। সেই নিরানন্দ মানুষের পাশে সব সময় স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন আহবান।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রাঙ্গণে ৩৬ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এ সংগঠনটি।

চড়া বাজারে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। এমন দুঃসময়ে যেখানে বেঁচে থাকাই সংগ্রাম, সেখানে নতুন পোশাক তো কল্পনা মাত্র। এমন বাস্তবতায় প্রতি বছরের মতো ঈদ উপলক্ষে এবারও অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এ সংগঠনের সদস্যরা। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন আহবান।

নিজেদের অর্থায়নে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ উল্লেখ করে এক শিক্ষার্থী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। নিজেদের টাকা, পাশাপাশি বিভিন্নজনের থেকে টাকা নিয়ে তারা মানুষকে সহায়তা করার চেষ্টা করছেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে আহবান, সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইউনিটের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নাসিম রেজা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুল বারী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবির। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন শর্মিলা সাঈদ ও মো. আব্দুর রহিম।

আরো পড়ুন:
যে কারণে ৩২ বছর পর পর পরিবর্তন হয় রমজানের মৌসুম
শুধু পানিতেই বাড়বে ত্বকের উজ্জ্বলতা!

এসময় আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম অপুর্ব, তাসনিম রেজা রিয়াজ, মানিক দেবনাথ, নাসির উদ্দিন, কাজী হৃদয় আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার রুবাইয়া, ইসমিতি আরা ইয়ানা, মেহেদি হাসান, নয়ন কবির, আলী তারেক, রিফাত হোসেন, উসমান গনি, শাহিন আলম, সোহানা, সোনিয়া ইয়াসমিন প্রমুখ।

মানবিক এ কাজে শিক্ষার্থীদের মত সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দরিদ্ররা একটু স্বস্তি পাবেন এমন ধারণা সাধারন মানুষেরও।

এপ্রিল ২৬.২০২২ at ১৯:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ/জআ