মদনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩০ পরিবার

নেত্রকোনার মদনে প্রধান মন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ৩০ পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে সাড়া দেশের ন্যায় উপজেলার মদন দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের গৃহ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আব্দুর রহিম প্রধান মন্ত্রীর পক্ষে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও গৃহ হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউএনও বুলবুল আহমেদ, সহকারি কমিশনার ভূমি শাহনূর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, বিভাগী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুবিধাভোগীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

এপ্রিল ২৬,২০২২ at ১৮:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি