বাড়ছে ছুটি, ২০ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ক্লাস

রমজানে ছুটির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। ফলে আগামী ২২ এপ্রিল (২০ রমজান) পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলার কথা ছিল।

সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

আরো পড়ুন:
টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য বরখাস্ত
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সেই মেধাবী ছাত্রী আফরিনা

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশে বলা হয়েছিল ২৬ এপ্রিল (২৪ রমজান) পর্যন্ত নিয়মিত ক্লাস চালু থাকবে।

এপ্রিল ০৪.২০২২ at ১৮:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/জআ