চলন্ত লঞ্চ থেকে মাঝ নদীতে ঝাঁপ দিলেন নারী

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি চলন্ত লঞ্চ থেকে এক নারী যাত্রী নদীতে ঝাঁপ দিয়েছেন। নারায়ণগঞ্জের রেল ব্রিজ এলাকা অতিক্রমকালে মঙ্গলবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে পারাবত-১০ লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চের কর্মচারীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) সকালে লঞ্চটি বরিশাল নৌ-বন্দরে আসার পর প্রত্যক্ষদর্শী যাত্রীরা এ তথ্য জানিয়েছেন। সূত্রমতে, বরিশালের চরমোনাই এলাকার বাসিন্দা ওই নারী আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলো বলে জানিয়ে প্রত্যক্ষদর্শী । নদীতে ঝাঁপ দেওয়ার আগ মুহুর্তে স্বামীর সাথে ফোনে কথা বলছিলেন ওই নারী। একপর্যায়ে স্বামীর সাথে বাগ্বিতন্ডার পর চার বছরের সন্তানসহ চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে যায়। এসময় ওই নারীর সাথে থাকা তার মা শিশুটিকে টেনে ধরলে সন্তানকে ছেড়ে দিয়ে ওই নারী নদীতে ঝাঁপিয়ে পরেন।

আরো পড়ুন:
অনির্বাচিত সরকারের অধীনে দেশে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না
অপমানের হাত থেকে বাঁচতে অধ্যক্ষের আত্মহত্যা

লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে লঞ্চ থামিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেছে লঞ্চের কর্মচারীরা। বুধবার সকালে ওই নারী তার স্বজনদের সঙ্গে বাড়িতে ফিরে যান।

মার্চ ০৯.২০২২ at ২১:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢাপ/জআ