বিনোদনের নামে চলছে অসামাজিক কর্মকান্ড

নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতুর সংলগ্ন গড়ে উঠেছে সূর্যমুখী বাগান। এসব বাগানে প্রথমে বিনোদন কেন্দ্র হিসেবে দর্শনার্থীদের আগমন হলেও বর্তমানে এসব বিনোদন কেন্দ্র নামক পার্ক গুলোতে চলছে অসামাজিক কার্যকলাপ।

পার্কের আশে পাশের এলাকাবাসী ও দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, ফেসবুক সামাজিক যোগাযোগ, ও বিভিন্ন মিডিয়াতে দেখে প্রথমে ভেবেছিলাম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে সূর্যমুখী বাগানগুলো একটা বিনোদন কেন্দ্র। কিন্তু পরবর্তীতে দেখেছি এই পার্কে উঠতি বয়সের স্কুল কলেজে পড়ুয়া তরুণ তরুণীরা এই পার্কে আসে শুধুমাত্র অসামাজিক কার্যকলাপ করার জন্য। ছোট ছেলেমেয়ে নিয়ে পার্কের পাশ দিয়ে গেলেও লজ্জায় মাথা কাটা যায়।

আরো পড়ুন :
বাঁচতে চায় টিপু; পাশে দাঁড়ালেন ইউএনও
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার যশোরের প্রলয় কুমার জোয়ারদার

অনেকে বিনোদন এর জন্য সূর্যমুখী বাগানে আসে। কিন্তু দূর দূরান্ত থেকে এসে দর্শনার্থীরা অনেক আক্ষেপ নিয়ে ফিরে যায়। নামে বিনোদন কেন্দ্র হলেও এর অন্তরালে চলে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড। এছাড়াও পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের নানাভাবে হয়রানি ও বাজে প্রস্তাব দেওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।

তবে স্থানীয়রা মনে করছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এসব অনৈতিক কর্মকা- বন্ধ করা সম্ভব।

মার্চ ০৮.২০২১ at ১৯:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইফি/রারি