কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল চার অটোরিকশাযাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টায় উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬২), ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শাহজালাল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ৭টায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন। আর ফরিদ মিয়াকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।