ফের বাড়ল করোনা: আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমেছিল। তবে গত কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী। আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় বাড়ছে আতঙ্ক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮ লাখ ৩৯ হাজার ৩৬৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৫৫৯ জনের।

আরো পড়ুন:
রাশিয়ার হামলার শঙ্কার মধ্যেই ইউক্রেনে জরুরি অবস্থা জারি
গোমস্তাপুরে চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনা উদঘাটন

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ফেব্রুয়ারি ২৪.২০২২ at ১০:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ