বাহুবলে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মারধর, আহত- ১০

ভোট না দেওয়া ১০ জনকে মারধরের অভিযোগ উঠেছে হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার রাতে মিরপুর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহতদের স্বজনরা জানান, সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হন ওই উপজেলার মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সায়েদুল ইসলাম। ভোটের পর তাকে ভোট না দেওয়ায় তার সমর্থকরা বানিয়াগাঁও গ্রামের জহুর আলী (৬০) ও তার পরিবারের লোকজনকে মারধর করেন।

আরো পড়ুন :
দুমকিতে কৃষক দলের কমিটি গঠন
রাজশাহী ওয়াসার পানির দাম ৩ গুণ কার্যকর

এ সময় মিরপুর বাজারে জহুর আলীর ভাতিজা সুজনের (২৫) দোকানেও হামলা চালায়। গুরুতর আহত জহুর আলী, সুজন, রাজু আহমেদ ও সবুজকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল থানার ডিউটি অফিসার ফোয়াদ আহমেদ জানান, বিষয়টি শুনেই তিনি সেখানে পুলিশ পাঠিয়েছেন। তারা সেখানে গিয়ে কাউকে পাননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

ফেব্রুয়ারী ০১.২০২১ at ১৮:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোইখাঁ/রারি