রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান

রাজশাহী ও বিএসটিআইয়ের বিভাগী অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে এ উপজেলার পবায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স সোহান ভ্যারাইটি স্টোর ও মেসার্স রোহান ট্রেডার্স নামের প্রতিষ্ঠান দু’টিকে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ও বিক্রি নিষিদ্ধ স্কিন পণ্য বিক্রি ও মজুদ করায় (বিএসটিআই ও ভোক্তা) ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিপুল পরিমাণ পণ্য জব্দপূর্বক জনসম্মূখে ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন এবং বিএসটিআই বিভাগীয় অফিসের পক্ষে মো. শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।

আরো পড়ুন :
প্রতারণার অভিযোগে সিলেট (সিসিকের) মহিলা কাউন্সিলর কারাগারে
দৌলতপুরের ৯ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা, জনমনে প্রশ্ন

ফিল্ড অফিসার (সিএম) মো. শরীফ হোসেন জানান, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ও বিক্রি নিষিদ্ধ স্কিন পণ্য বিক্রি ও মজুদ করায় মেসার্স সোহান ভ্যারাইটি স্টোর ও মেসার্স রোহান ট্রেডার্স নামের দু’টি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে ভবিষ্যতে অনুরূপ অপরাধ প্রমানিত হলে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

জানুয়ারি ২৬.২০২১ at ২২:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি