রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মো. রাতুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, এর সদস্যরা।

মঙ্গলবার বিকেল ৫টায় জেলার তানোর থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।

গ্রেফতার মো. রাতুল ইসলাম রাজশাহীর মোহনপুর থানার ধোরশা গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে। মঙ্গলবার রাত ৯টায় র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরো পড়ুন :
দৌলতপুরের ৯ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা, জনমনে প্রশ্ন
প্রতারণার অভিযোগে সিলেট (সিসিকের) মহিলা কাউন্সিলর কারাগারে

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, তানোর থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় একজন মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০০গ্রাম হেরোইনসহ মো. রাতুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

জানুয়ারি ২৬.২০২১ at ২২:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি