কালীগঞ্জে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে করোনা ভাইরাসের ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট ও মাক্স বিতরণ করা হয়। মঙ্গলবার (২৫জানুয়ারী) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ কালীগঞ্জ পৌরসভা ও শহরের মুধুগঞ্জ বাজারের গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ৬ জনের বিরুদ্ধে ৬ টি মামলায় ৪,৪০০/- জরিমানা আদায় করা হয়। কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক প্রচারনা,মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

আরো পড়ুন :
শিক্ষার্থীদের উপর হামলা ও ভিসির অব্যাহতির দাবীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতীকী অনশন
চৌগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধ ও প্রচার-প্রচারণায় পুরস্কার ঘোষণা

সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহ্বান জানান এবং মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ অভিযানের সময় কালীগঞ্জ থানার এস আই সুজাত আলীসহ পুলিশ সদস্য এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানুয়ারি ২৬.২০২১ at ২১:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বেহুবি/রারি