চৌগাছায় অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার, আটক- ১

যশোরের চৌগাছায় ২৫ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। আটক ফারুক হোসেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। রবিবার বিকালে পুড়াপাড়া আদীবাসী পাড়ার মুন্দীর এলাকা থেকে তাকে আটক করেন পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের টহল দল রবিবার বিকালে উপজেলার পুড়াপাড়া আদীবাসী পাড়ার মুন্দীর এলাকায় অভিযান চালায়। এ সময় ফেন্সিডিল বহনকারী ফারুক হোসেনকে আটক করেন পুলিশ।

আরো পড়ুন :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পরে ৩ জন নিহত
র্পাঁচবিবিতে ফেন্সিডিলসহ যুবক আটক

পরে তার শরীরের সাথে বাধা অভিনব কায়দায় রক্ষিত ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বর্তমান বাজার দরে প্রতিটি ফেন্সিডিলের দাম ১৫০০ টাকা হিসেবে জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ৪০ হাজার টাকা। পরে ফারুক হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১৪ (গ) মামলা করেন পুলিশ।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেন্সিডিলসহ ফারুক হোসেন নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চৌগাছা থানায় আরো ৩টি মাদক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

জানুয়ারি ২৪.২০২১ at ১৯:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি