নড়াইল পৌরসভার উদ্যোগে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নড়াইল পৌরসভার উদ্যোগে ১ হাজার ৫শ’ অসহায়, দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ৫টায় শহরের পুরাতন টামিনালস্থ নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা, পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাস, কাজী জহিরুল হকসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ।

আরো পড়ুন :
মাদারীপুরে গলাকেটে হত্যা মামলায় ৫জনের মৃত্যুদন্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পরে ৩ জন নিহত

কম্বল বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর শরফুল আলম লিটু। নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২শ’৬৬টি কম্বল এবং বাকি কম্বল পৌরসভার নিজস্ব তহবিল থেকে কিনে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

জানুয়ারি ২৪.২০২১ at ১৮:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি