পাবনার বেড়ায় ৫৩তম গণঅভ্যুত্থান দিবস পালিত

পাবনার বেড়ায় ৫৩ তম গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গণসংহতি আন্দোলন বেড়া উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৪ জানুয়ারি) দলীয় কার্যালয়ে এক “গোল টেবিল” আলোচনায় বক্তারা গণতন্ত্র উদ্ধারে মওলানা ভাসানীর নেতৃত্বে গড়ে উঠা ছাত্র-শ্রমিক-কৃষক-জনতার ঐক্যকে জাতির মুক্তির চেতনা হিসেবে ধারন করে গণতন্ত্র উদ্বারে সবাইকে একমঞ্চে থেকে আন্দোলনে শরিক হবার আহবান জানান।

গণসংহতি আন্দোলন বেড়া উপজেলা শাখার আহবায়ক আব্দুল আলিমের সঞ্চালয় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিএনপির সাঁথিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সম্পাদক ফজলুল হক ও সহ-সম্পাদক হারুনুর রশিদ মজনু, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক নেতা সালাউদ্দিন ইকবাল, বেড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মইনুদ্দীন খাজা, গণসংহতি আন্দোলনের পাবনা জেলার সংগঠক মির্জা রানা ও রুল হাসান লিটন। ওয়ার্কার্স পার্টি বেড়ার উপজেলা শাখার সদস্য গুলজার আলী। ছাত্র ফেডারেশনর বেড়া উপজেলা আহবায়ক লিমন সরকার, সদস্য সচিব সানোয়ার সরকার, সাংবাদিক হারুনঅর রশিদ হারুন।

আরো পড়ুন:
টমেটো চাষে অভাবনীয় সাফল্য শিবচরের কৃষক লুৎফর রহমানের
অনলাইনে ক্লাস চালানোর নির্দেশ: মাদ্রাসা শিক্ষা অধিদফতর

এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক নেতা সদ্য পৌর নির্বাচনের আলোচিত প্রতিদ্বদ্বী আ ফ ম ফজলুল রহমান মাসুদ। বক্তারা অভিন্ন বক্তব্যে বলেন, কফিনবদ্বী গণতন্ত্র রাস্ট্রীয় যাবতীয় মৌলিক অধিকার হরণ করছে। সরকার তেলের দাম বাড়িয়েছে এখন আবার গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। তাই জনগণের ঐক্য জরুরি হয়ে পড়েছে। এ লুটেরা সরকারকে বিদায় করতে রাস্তায় নামে প্রতিবাদ না করলে এদের জুলুম নির্যাতন জাতির অস্তিত্ব হারিয়ে যাবে।

জানুয়ারি ২৪.২০২২ at ১৭:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হরহ/জআ