বগুড়া কাহালুতে ইউএনও’র অভিযানে ফুটবল খেলা ভন্ডুল

কাহালুতে ইউএনও,র অভিযানে ফুটবল খেলা ভন্ডুল। সারকারী নিদর্শনা অমান্য করে। করোনা মহামারি মধ্যেই ২৩ জানুয়ারী বিকেল ৫ টা বগুড়া কাহালু উপজেলা পাতাঞ্জো গ্রামের মাঠে স্হানীয় সততা যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

সেই ফুটবল খেলা দেখার জন্য হাজারো মানুষ টিকিট কেটে মাঠে প্রবেশ করে। এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমানের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। ভ্রম্যমাণ আদালতের নিদের্শে আইন-শৃঙ্খলা বাহিনী বাঁশী ফুকিয়ে ফুটবল খেলার দর্শক দের সড়িয়ে দেন।

আরো পড়ুন :
শিবগঞ্জে মা গার্মেন্টস এন্ড এক্সপোর্ট গ্যালারী ২য় শাখার উদ্বোধন
কাশিনাথপুরের স্কাইলার্ক স্কুল পাচ্ছে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড

এসময় আয়োজক কমিটির একজনকে ৩ হাজার এবং একজন দর্শককে ১ শত টাকা জরিমানা করেন। এরপর মাঠের চারপাশে ঘেরাও করা ডেকোরেটারের কাপড়, ধারাভাষ্যকার মঞ্চ, চেয়ার, মাইকসহ যাবতীয় মালামাল সড়িয়ে নিলে সেখানে থেকে প্রশাসনের লোকজন। উল্লেখ যে, খেলা ভেঙে দেওয়ার পর টিকেটের টাকা ফেরতের সময় হাজারো দর্শক হট্টগোলের চেষ্টা করলে প্রশাসন সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করে।

জানুয়ারি ২৩.২০২১ at ১৯:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমসা/রারি