জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভারতীয় সহকারি হাই কমিশনার

জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সনজিব কুমার ভাট্টি।

বৃহস্পতিবার বিকেলে সনাতন পরিবারের উদ্যোগে পূর্ববাজার বারোয়ারী মন্দিরে এ আয়োজন করা হয়। এর আগে প্রধান অতিথি সনজিব কুমার ভাট্টি জয়পুরহাটের নিজ বাড়িতে অবস্থানরত মহান জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈত আল মাহমুদ স্বপন এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন।

আরো পড়ুন :
টাঙ্গাইলের ভূঞাপুরে ছিন্নমূল জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
পানি পানে যে ৬টি আমল করতেন বিশ্বনবি

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেযারম্যান এস এম সোলায়মান আলী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান ঐক্য পরিষদের কেন্দীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপিসহ সভাপতি মহসীন আলী সর্দার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও জেলা যুবলীগের সভাপতি সুমন কুমার সাহা, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড: হষিকেষ সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান অশোক কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রানা কুমার মন্ডল, সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রানা কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবি শিক্ষার্থী বিবেক মোর।

জানুয়ারি ২২.২০২১ at ১৫:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাহো/রারি