রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ওমিক্রন প্রতিরোধে এবং সরকারের দেয়া ১১টি বিধিনিষেধ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এরই অংশ হিসাবে এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উপজেলা চত্বর থেকে শিবদিঘী মোড় পর্যন্ত প্রায় এক হাজার পথচারিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

আরো পড়ুন :
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের সাকিবসহ দুই তারকা
দুমকিতে বায়তুর রুহুল আমিন জামে মসজিদ নির্মাণ কাজের দোয়া ও মিলাদ

সেই সাথে তিনি স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরাসহ ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার আহবান জানান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

জানুয়ারি ২০.২০২১ at ২২:45:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি