যশোরে সন্ত্রাসী রমজানের হেফাজত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরে ২৫ মামলার আসামি যশোরের রেলগেট কলাবাগানের রমজানুল ইসলাম রমজানকে আটকের পর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রমজান খড়কীর ফায়েক আহমেদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে রমজানকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে।

পরে বেলা আড়াইটার সময় চাঁচড়া রায়পাড়ার প্রাণি রোগ অনুসন্ধান গবেষনাগারের ৩য় তলা অফিস ঘরের পেছনে মাটির নিচ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম। এ ঘটনায় কোতোয়ালি থানার অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরো পড়ুন :
শৈলকূপায় নৌকাকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত
দুমকিতে বায়তুর রুহুল আমিন জামে মসজিদ নির্মাণ কাজের দোয়া ও মিলাদ

ওসি তাজুল ইসলাম বলেন, রমজানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই নাশকতাসহ ২৫ মামলা রয়েছে রমজানের বিরুদ্ধে। গত ১৮ জানুয়ারি গভীর রাতে তাকে আটকে অভিযান পরিচালিত হয়।

থানার এসআই সেকেন্দার আবু জাফর, এসআই শংকর কুমার, এএসআই আল মিরাজ আটক অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র রাখার কথা স্বীকরার পর পুলিশ অভিযানে নামে।

জানুয়ারি ২০.২০২১ at ২২২:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি